স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার শহীদ মজিদপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধা ও তার দুই মেয়েকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
আহতরা হলেন, হাবিব মল্লিক, তার মেয়ে পলি বেগম ও হাওয়া বেগম। আহতদের মধ্যে হাবিব কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫ টায় শহীদ মজিদপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী হাবিব মল্লিকের সাথে পার্শ্ববর্তী ইমন সরদার ও তার ভাই অভি সরদারের জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। তার ওই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইমন সরদার,অভি সরদার,ও শাওন মল্লিকসহ অজ্ঞাত আরো ৪-৫ হাবিবকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র এবং লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার মেয়ে পলি ও হাওয়া তার বাবাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরকেও লাঠিপেটা করে।
ঘটনার পর স্বজনরা হাবিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।