স্টাফ রিপোর্টার।। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চালিতা বুনিয়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সিদ্দিক হাওলাদার ৩৮ নামে এক কৃষককে মারধর করেছে প্রতিপক্ষরা। আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেল পাঁচটায় চালিতা বুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আব্দুল সত্তার হাওলাদারের নিজ জমিতে লাগানো চাম্পল মেহগনি ও রেন্ডিসহ ৪০ টি গাছ বিক্রি করে দেয় তার ভাই মজিবর হাওলাদার ও খলিল হাওলাদার। ঘটনার দিন সোমবার বিকেলে বেপারীরা সেই গাছ কাটা শুরু করলে সত্তার হাওলাদারের ছেলে সিদ্দিক হাওলাদার বাধা প্রদান করে। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মজিবুর হাওলাদার, জলিল খান, রিয়াদ খান, সোহাগ শিকদার ও বেল্লাল সহ অজ্ঞাত আরো ৫-৭ জন সিদ্দিককে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।
ঘটনার পর আহত কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।