১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩০

বিএনপির মিটিংয়-মিছিলে আওয়ামী দোসর;বড় চিন্তার বিষয়!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫,
  • 545 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার:: বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফার দুই সহোদরের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

এমনটাই দাবি করেছেন বিজয় দিবসে মিছিল নিয়ে আসা মাঠপর্যায়ের নেতাকর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক মাঠপর্যায়ের একাধিক নেতা বলেন,স্বৈরাচার আওয়ামী শাসনামলে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর
ঘনিষ্ঠ সহচর মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন।
আওয়ামী আমলে নেচে-গেয়ে বিসিসি নির্বাচনে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারা।

৫ আগস্টের পর বরিশাল শহর ছেড়ে পালিয়েছিলেন তারা। সম্প্রতি বিসিসি’র সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আমির খসরুর শেল্টারে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের।

এদিকে জানা গেছে, মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলার আসামি।

অন্যদিকে ২০২৬ সালে বরিশাল সদর আসন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারণায়ও তাদেরকে মাঠে দেখা যাচ্ছে।যেকারণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের প্রার্থীর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। আমাদের দাবী,বরিশাল মহানগর বিএনপি যেন এ বিষয়ে
তদন্ত করে এবং দুই সহোদর দুলাল ও জসিমের বিরুদ্ধে
ব্যাবস্থা গ্রহণ করে।

এদিকে বিষয়টি নিয়ে কথা হলে বিসিসি’র সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আমির খসরু বলেন, পূর্বে দুলাল ও জসিম বিএনপি করতেন। আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক চাপে পড়ে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। বর্তমানে যদি দুলাল ও জসিমকে নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় তাহলে তাদেরকে বিএনপির মিটিং মিছিলে ডাকা হবে না।

অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার বলেন,বিএনপির মিটিংয়-মিছিলে আওয়ামী দোসরদের উপস্থিতি,এটা তো বড় চিন্তার বিষয়! যদি বিএনপির মিটিং-মিছিলে আওয়ামী দোসরদের উপস্থিতি পাওয়া যায়, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo