স্টাফ রিপোর্টার।। বাকেরগঞ্জের কাটাদিয়া ইউনিয়নে দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় দুই সন্তানের জননীর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় বাকলা গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতের ভাই রফিজ জানান, গত আট বছর পূর্বে তার বোন সীমা আক্তারের সাথে বাকেরগঞ্জ কাটাদিয়া ইউনিয়নের বাসিন্দা রুবেল হাওলাদারের পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের সময় রুবেল কে নগদ অর্থসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল দেন। বিয়ের দু’বছর পর তাদের কোল জুড়ে আসে ফুটফুটে দুটি সন্তান। এরপর শুরু হয় রুবেলের একের পর এক যৌতুকের দাবি।
তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বৃহস্পতিবার রাতে রুবেল সীমাকে তার পিত্রালয় থেকে ২ লক্ষ টাকা যৌতুক আনতে বলে। সে রাজি না হওয়ায় রুবেল, শাশুড়ি নুরজাহান ও ননদ সোনিয়া সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তাকে হত্যার চেষ্টায় বেধড়ক মারধর করে। পরে আহতকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুস্থ বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।