স্টাফ রিপোর্টার।। বরিশাল বাকেরগঞ্জের কলস কাঠী ইউনিয়নে জোরপূর্বক জমির ধান কাটায় বাধা দেয়ায় বাদিকে আসামী পক্ষের জীবননাশের হুমকি। এ ঘটনায় সাধারণ ডায়েরি করে বিপাকে পড়েছে বাদী আইয়ুব আলী সিকদার ও তার পরিবার। তাদের আতঙ্কে বাড়ি ঘর ছেড়ে রাতের আধারে পালিয়ে বেড়াচ্ছে তারা।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ কলস কাঠী ইউনিয়নের দক্ষিণ নারাঙ্গল গ্রামের বাসিন্দা আইয়ুব আলী সিকদার ও তার ভাই মাইনুল শিকদারের পৈত্রিক সম্পত্তিতে লাগানো একখণ্ড জমি নিয়ে পার্শ্ববর্তী তাদের চাচাতো ভাই ইউনূস সিকদার গং এর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ইউনুস সিকদার, এমদাদ সিকদার,কবির সিকদার, ও সালাম সিকদার সহ অজ্ঞাত আরো ৪-৫ জন তাদের জমি থেকে ধান কাটতে যায়। এ সময় আইয়ুব ও মাইনুল বাধা প্রদান করলে তাদেরকে হত্যা হামলা ও মামলা সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখায়।এ ঘটনায় আইয়ুব আলী সিকদার ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে বাকেরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি করেও বিপাকে পড়েছেন আইয়ুব আলী ও তার পরিবার। ক্ষিপ্ত হয়ে ইউনুস ও তার বাহিনীর লোকজন রবিবার আইয়ুব আলীর প্রায় ১০ হাজার টাকার চাম্বল ও রেন্ডিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।