১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩২

নগরীতে চাঁদা না দেয়ায় যুবককে মারধর, টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 194 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীতে চাঁদা না দেয়ায় রেদোয়ান উল্লাহ অভি (৩০) নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় ওই যুবক ও তার বান্ধবীর কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু মালামাল ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডস্থ গোরস্থান রোডে এ ঘটনা ঘটে। আহত ওই যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অভি মঙ্গলবার বরিশাল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, একই এলাকার এইচ এম সজিব ওরফে দা সজিব, তানজিম আহমেহ আরিফসহ অজ্ঞাত ৩০/৪০ জন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে রেদোয়ান উল্লাহ অভি ও তার বান্ধবী রিমি ইসলাম রিক্সাযোগে বাসার সামনে এসে নামলে সজিব ওরফে দা সজিব ও তানজিম আহমেহ আরিফসহ অজ্ঞাত ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়। এ সময় তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও দা দিয়ে অভির দুই হাতে আঘাত করলে রক্তাক্ত জখম হয়। শুধু তাই নয় তার বান্ধবীর শ্লীলতাহানি করে সন্ত্রাসীরা। ঘটনার সময় অভির সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা, গলায় থাকা দুই ভরি ও বান্ধবীর গলায় থাকা এক ভরি মোট ৩ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ও একটি অ্যাপেল ঘড়ি এবং মানিব্যাগে টাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

অভির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তাকে ঘটনাস্থলে ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় অভিকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভূক্তভোগী অভি বলেন, কিছুদিন আগে সজিব ওরফে দা সজিব ওই এলাকায় থাকতে হলে আমার কাছে দুই লক্ষ টাকা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা আমাকে মারধর করেছে। আমার কাছে থাকা নগদ ৮০ হাজার টাকা, আমার গলায় থাকা দুই ভরি ও বান্ধবীর গলায় থাকা এক ভরি মোট ৩ ভরি ওজনের দুটি স্বর্ণের চেইন ও একটি অ্যাপেল ঘড়ি এবং মানিব্যাগে টাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo