স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি জমা বিরোধের জের ধরে বিএনপি নেতা-কর্মীদের হামলায় ইসলামী আন্দোলনের দুই নেতা জখমের অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ সময় নগদ ১০ হাজার টাকা নেয়ারও অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড় ৫ টায় ডিঙ্গা মানিক নয়ারহাটে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
আহত ও এজাহার সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা মৃত: আব্দুল মান্নান শিকদারের ছেলে ও ডিঙ্গা মানিক ৪ নং ওয়ার্ড ইসলামী আন্দোলন (মূল দল)’র যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব সিকদারের সাথে একই গ্রামের বাসিন্দা বিএনপি নেতা টিপু শরীফের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের সাথে সালিশ মীমাংসা করে দিলেও টিপু শরীফ সালিশ মীমাংসার কোনো তোয়াক্কা না করে ওহাবের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের পায়তারা করে। সে বাধা দিলে তাকে খুন জখম করার হুমকি দেয়। এ ঘটনায় স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করে।
তারই ধারাবাহিকতায়, ঘটনার দিন মঙ্গলবার বিকেলে ওহাব ও রফিকুল শরীফ নয়ারহাট বাজারে আনিসের মুদির দোকানে অবস্থানকালে ওৎ পেতে থাকা সাব্বির, আবুল কাশেম শরীফ, পলাশ শরীফ, তানজিল ইসলাম ও টিপু সুলতান শরীফ সহ অজ্ঞাত আরো ৫-৬ জন তাকে হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে রড ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ডাক চিৎকার শুনে হাবিবুর রহমান পান্না তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ওহাবের পকেটে থাকা নগদ ১০ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহত ওহাবের ছেলে রাকিব সিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মামুন উল ইসলাম বলেন, এজাহার হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।