স্টাফ রিপোর্টার: পূর্ব শত্রুতার জের ধরে বরিশাল আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে প্রথম শ্রেণীর এক ঠিকাদারকে হত্যার চেষ্টায় বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষরা। আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫ টায় সেরাল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা হাবুল সন্যামতের ছেলে ও প্রথম শ্রেণি ঠিকাদার পটু সন্যামতের সাথে স্থানীয় বাসিন্দা জালাল সন্যামতের ছেলে পুলিশ সদস্য জাহিদুল ইসলাম জাহিদ সন্যামতের পরিবারের দীর্ঘদিন ধরে পূর্ব শক্রতা চলে আসছে। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন বিকেলে পটু ভাড়াকৃত মোটরসাইকেল যোগে বাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ওৎ পেতে থাকা জাহিদুল ইসলাম জাহিদ, সাঈদ এবং সৈয়দ সন্যামতের ছেলে সৈকত সন্যামত মমতাজ পারভিন ও হাসিনা সহ অজ্ঞাত আরো ৩-৪ জন পথরোধ করে। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে পটুকে মোটরসাইকেল থেকে টেনে হেচরে নামিয়ে হত্যার চেষ্টায় জিয়াই পাইপ এবং স্টিক লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী অভিযোগ করে বলেন, জাহিদ একজন পুলিশ সদস্য। (২০১৬ খুলনা ট্রেনিং সেন্টার ব্যাচ নং ৪৭) আমাকে মারধর করার উদ্দেশ্যে সে কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বাড়িতে এসে আমার উপর পরিকল্পিত হামলা চালিয়েছে। পুলিশে চাকরি করার সুবাদে সেই দাপট দেখিয়ে সে ও তার মা মমতাজ আমাকে ও আমার পরিবারকে হত্যা, হামলা, ও মামলা সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে থাকে। মাস খানেক আগে একটি পরিবারের জমি দখলের পাঁয়তারা করলে পরিবারটি তাদের বিরুদ্ধে একটি উকিল নোটিশ পাঠিয়ে দেন। তাদের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।
এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।